রূপসদী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল হাকীম মিয়া



 রূপসদী আমার প্রাণের অস্তিত্বের যোগানদার।


বলছি রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল হাকিম সাহেব এর কথা আমি রূপসদীর মাটি গায়ে মেখে বেড়ে ওঠেছি।আমার স্বপ্ন দেখার যাত্রাও এই গ্রাম থেকেই।আমার জীবনের শেষ টা ও যেন এই গ্রামেই হয়। মৃত্যুবরন করলেও আমাকে যেন এই গ্রামেই সমাধিত করে সে আক্ষেপ আমার।

সাধারণ জনগণের মনে একই বাণী- সাধারণ জনগণের সাথে কথা বলে জানতে চাওয়া হয় হাকিম সাহেব চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেমন, তাদের জবাবে হাকিম সাহেবর প্রতি ভালোবাসা বিরাজ করে।
হাকিম সাহেব কি পারবেন সাধারণ জনগণের মনের আশা,স্বপ্ন আর চিন্তার বাস্তবায়ন করতে এবং তাদের ভালোবাসায় থাকতে।

~রূপসদীর নীতিবাক্য

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন