অবৈধ-নকল মোবাইল ফোন বন্ধ হবে এমন টি অনেক আগে থেকেই জানানো হচ্ছে। কিন্তু সেরকম কোনো উদ্যোগ নেয়া হয়নি। কিন্তু দেশে অবৈধ-নকল এবং অনিবন্ধিত যেগুলোর টেক্স দেওয়া হয়নি, সেগুলো প্রতিনিয়ত বাড়তেই আছে। অনিবন্ধিত মোবাইল ফোনগুলো বন্ধ করার বার্তা জানালে প্রতিদিন ১ লক্ষ ১০ হাজার গড়ে নিবন্ধিত হচ্ছে বলে জানাচ্ছে বিটিআরসি।
কিন্তু ১লা অক্টোবর থেকে অনিবন্ধিত হ্যান্ডসেটগুলো বন্ধ করা হবে।
বিদেশ থেকে সর্বোচ্চ ২ টি মোবাইলের বেশি মোবাইল আনলে তা, তার টেক্স এর স্ক্যান করা ছবি BTRC কে তা পাঠাতে হবে বললেন বিটিআরসি এর উর্দতন কর্মকর্তা।
তবে পুরোনো হ্যান্ডসেট যারা অনেক আগেই ক্রয় করেছেন, তাদের এ বিষয়ে ভয় নেই। পুরোনো মোবাইল ফোনগুলো বন্ধ করা হবে না।