কে হবে রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান?

 


পরিসংখ্যান থেকে যাত্রা টা শোভনীয় কার??

লড়াই টা খুবই কষ্টকর হবে সকল প্রার্থীদের জন্য! কেননা চারজন আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থী অপর দিকে জাতীয় দলের প্রার্থী একজন, এই পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই টা কর‍তে হবে চার আওয়ামী লীগের প্রার্থীর মধ্যেই।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কে এগিয়ে আছে এই নিয়ে প্রশ্ন টা সাধারণ জনগণের মনে থাক্তেই পারে,,, তবে প্রচারণার দিক দিয়ে দুজন এগিয়ে আছে
১.দেলোয়ার হোসেন, (১০ নং রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)
২.জনাব আব্দুল হাকিম, (বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য)
জাতীয় দলের পদপ্রার্থী হিসাবে জনাব দেলোয়ার হোসেন সাহেব একাই রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে লড়ে যাবেন।তার দলীয় প্রতিদন্ধি হিসেবে কেউ নেই।

-রূপসদীর নীতিবাক্য

ads code here

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন