৭০ বছর পর মায়ের সাথে দেখা ছেলের



 ১১০ বছর বয়সী মাকে জড়িয়ে ধরে কান্না করছেন মা ছেলে। এ কান্না ৭০ বছর আগে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পাওয়ার। ৭০ বছর পর  ও যেন মায়ের কাছে সেই ১০ বছরের আব্দুল কুদ্দস। মায়ের চোখের পানি শুকিয়ে গেছে। কিন্তু ছেলে ফিরে আসার অপেক্ষায় ছিলেন। মায়ের সেই বিশ্বাস সত্যি হলো ৭০ বছর পর। আত্মীয়স্বজনদের সহযোগীতায় রাজশাহীর বাঘমারা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমগঞ্জে বোনের বাড়িতে যান আব্দুল কুদ্দুস। ভাইকে ফিরে পেয়ে বোনের আনন্দ সীমাহীন।

আব্দুল কুদ্দুস জানান, রাজশাহীর বাঘমারায় চাচার সাথে বেড়াতে এসে হারিয়ে যান তিনি।

4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন