রূপসদী জামিদা মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ব্যানবেইস কর্তৃক শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত কাগজ পত্র গুলো সংগ্রহ করে নিজ নিজ শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে।
১। শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি। (অবশ্যই অনলাইন হতে হবে।)
২। শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩। শিক্ষার্থীর পিতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪। শিক্ষার্থীর পিতা-মাতা মৃত হলে যেকোন একজন অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৫। শিক্ষার্থীর রক্তের গ্রুপ। (যদি জানা থাকে)
৬। ৭ম,৮ম,৯ম,১০ম ও এসএসসি পরীক্ষার্থীদের প্রাথমিক সমাপনী(পিএসসি)পরীক্ষার সনদের ফটোকপি।
৭। ৮ম,৯ম,১০ম ও এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফটোকপি।
৮। ১০ম ও এসএসসি পরীক্ষার্থীদের জেএসসি পরীক্ষার নম্বর ফর্দ(ট্রান্সক্রিপ্ট)এর ফটোকপি।
৯। শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোকপি।
১০। শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার।
# নিম্নোক্ত শ্রেণি ভিত্তিক শিক্ষকের নিকট কাগজ পত্র জমা দিতে হবেঃ
• এসএসসি পরীক্ষার্থীঃ
বিজ্ঞানঃ আব্দুল মোমেন
ব্যবসায়ঃ শিব শংকর সাহা
মানবিকঃ মোহাম্মদ রফিকুল ইসলাম
• ১০ম শ্রেণিঃ
বিজ্ঞানঃ রফিকুল ইসলাম
ব্যবসায়+মানবিকঃ মোহাম্মদ ফজলুল হক
• ৯ম শ্রেণিঃ
বিজ্ঞানঃ আব্দুল মোমেন
ব্যবসায়ঃ শিব শংকর সাহা
মানবিকঃ কবির হোসেন
• ৮ম শ্রেণিঃ
ক(বালিকা)-মোসাঃ সাহিদা আক্তার
ক(বালক)+খ(বালক+বালিক)-অনীল চন্দ্র দাস
• ৭ম শ্রেণিঃ মোঃ আলমগীর হোসেন
• ৬ষ্ঠ শ্রেণিঃ মোঃ শাহীন কাদির