৬০ বছরের বিচ্ছিন্ন গ্রামগুলোর দূর্ভোগ নিরসন

 


কৃতিম হ্রদ তৈরীর কারনে কাপ্তাই এর রাঙামাটি মূল শহরের তিন পাড়া আলাদা ভূখন্ডে বিভক্ত হয়ে যায়। 

প্রায় ৬০ বছর পর সেই গ্রাম গুলোর দুর্ভোগ নিরসন হচ্ছে আজ। রাঙামাটির সবচেয়ে পুরানো বাসিন্দা বলা হয়ে থাকে ঝুলুক্ক্যা, জালিয়া এবং পুরান নামে এই তিন পাড়ার বাসিন্দাদের। যারা ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই কৃত্রিম কাপ্তাই হ্রদে হারিয়েছিলেন নিজেদের বসত ভিটা।
 
২০১৩ সালে রাঙামাটিতে সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে তৈরী করা হচ্ছে ৩৮৪ মিটার দীর্ঘ সেতু।

ads code here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন